Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা ভূমি অফিস

শ্রীনগর, মুন্সীগঞ্জ।

সিটিজেন চার্টার

 

ক্রঃ

নং

সেবার মান

সেবা

প্রদানের

সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

ভূমি উন্নয়ন কর পরিশোধ

তাৎক্ষণিক

ভূমি উন্নয়ন কর আধ্যাদেশ, ১৯৭৬ এবং সংশিষ্ট প্রজ্ঞাপন  অনুযায়ী নিধারিত হারে  কর/ খাজনা আদায় করে সাথে সাথে দাখিলা প্রদান করা হয়।

ইউনিয়ন ভূমি অফিস

০২

নামজারি ও জমা খারিজ

সর্বোচ্চ ২৮ কর্মদিবস

সরকারি ফি ১১০০/-টাকা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার এবং কানুনগো এর প্রতিবেদন প্রাপ্তির পর নোটিশ জারীর মাধ্যমে উভয়পক্ষের গুনানী গ্রহণ করা হয়, শুনানীর সময় মূল কাগজপত্র দেখা হয়, এছাড়া এল,টি, নোটিশ প্রাপ্তির সাথে সাথে স্বয়ক্রিভাবে নামজারি করা হয়ে থাকে।

উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস

০৩

পেরিফেরিভূক্ত হাট-বাজারের অস্থায়ী একসনা বন্দোবস্ত/ নবায়ন

-

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লিজের শর্তভঙ্গ না করলে নির্ধারিত হারে লিজমানি গ্রহণ পূর্বক নবায়ন করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস

০৪

ভি,পি একসনা বন্দোবস্ত নবায়ন

-

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনের আলোকে লিজের শর্তভঙ্গ না করলে নির্ধারিত হারে লিজমানি গ্রহণ পূর্বক নবায়ন করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস

০৫

ভি,পি পুকুর, জলাশয়, ফলের বাগান প্রকাশ্য নিলামে তিন বছর মেয়াদী ইজারা প্রদান

-

নীতিমালা অনুযায়ী নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্য ইজারা প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস

০৬

কৃষি খাস জমি লীজ/ বন্দোবস্ত গ্রহণ

-

ক) কৃষি খাসজমি স্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে ভূমিহীন কৃষক নির্ধারিত ফরমে উপজেলা ভূমি অফিসে পূর্ণাঙ্গ বিবরণসহ (ইউপি চেয়াম্যান কর্তৃক ভূমিহীন সার্টিফিকেট ও স্বামী স্ত্রী যৌথ সত্যায়িত ছবিসহ) আবেদন করতে হবে।

খ) কৃষি খাসজমি একসনা বন্দোবস্তের ক্ষেত্রে উপজেলা ভূমি অফিসে পূর্ণাঙ্গ বিবরণসহ সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আবেদন করতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস।

০৭

অকৃষি খাস জমি লীজ/ বন্দোবস্ত গ্রহণ

-

১৯৯৫ সনের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমাল অনুযায়ী বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়।

ভূমি মন্ত্রনালয়,

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস।

০৮

পেরিফেরিভূক্ত হাট-বাজারের আধা শতক ভূমি একসনা বন্দোবস্ত

-

প্রকৃত ব্যবসায়ীর অনুকুলে নীতিমালা অনুযায়ী লিজ প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব করা হয়।

উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ।

০৯

খতিয়ান এবং নথির সার্টিফাইড কপি প্রদান

-

পাঁচ টাকার কোর্ট ফি সংযোক্ত করে জেলা রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হয়, উপজেলা ভূমি অফিস হতে সার্টিফাইড কপি সরবরাহ করা হয় না, তবে জেলা রেকর্ড রুম হতে আবেদন প্রাপ্তির সাথে সাথে চাহিত নথি জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হয়, বিস্তারিত তথ্যের জন্য জেলা রেকর্ড রুম, মুন্সীগঞ্জে যোগাযোগ করুন।

জেলা মহাফেজখানা, মুন্সীগঞ্জ।

১০

ব্যক্তিগত ভূমি নিয়ে বিরোধ এবং অবৈধ দখল পূনরুদ্ধার

-

ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ফৌজদারী মামলা দায়ের করে  দখল পূনরুদ্ধার করা যায়।   

বিজ্ঞ নিবার্হী ম্যাজিষ্ট্রেট আদালত

১১

নালিশী ভূমির সীমানা চিহ্নিত করন

-

ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির সীমানা নির্ধারণ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দ্বারা করানো হয় না, সরকারী স্বার্থে সীমানা চিহ্নিত করা হয়।

উপজেলা ভূমি অফিস

১২

রেন্ট সার্টিফিকেট মামলা

-

ভূমি উন্নয়ন করের বকেয়া দাবি/সরকারি পাওনা সরকারি দাবিআদায় আইন ১৯১৩অনুযায়ী আদায় করা হয়।

 

১৩

সরকারী ভূমির স্বার্থ ও স্বাত্বরক্ষা, সায়রাত মহাল ব্যবস্থাপনা এবং সরকারি খাস ভূমি অবৈধ দখল মূক্ত করা।

-

রাষ্ট্রিয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০, প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এবং সার্ভে আইন ১৮৭৫ সহ বিভিন্ন ভূমি আইনের আলোকে এবং ভূমি মন্ত্রনালয়ের ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল’১৯৯০, ভূমি প্রশাসন ম্যানুয়াল ২০০৩অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়।

 

১৪

তথ্য, পরামর্শ ও অভিযোগ এর জন্য

তাৎক্ষণিক

উপজেলা ভূমি অফিসের ’’তথ্য, পরামর্শ, অভিযোগ ও সহায়তা সেল’’ এর রক্ষিত অভিযোগ রেজিঃ এর অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন, ভূমি সংক্রান্ত যে কোন তথ্য ও পরামর্শের জন্য উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন, ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার যে কোন সমস্যা, অভিযোগ তথ্য বা পরামর্শের জন্য সহকারী কমিশনার (ভূমি) এর সাথে সাক্ষাৎ করতে পারবেন।